সকালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে রবিবার বিকেলেই ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার।
এই জেডিইউ নেতার আবারো এনডিএতে ফেরানো ঠেকাতে চেষ্টা করেছিল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু কোন চেষ্টাই কাজে আসেনি। সেই বিজেপির কাছেই ফিরলেন নীতীশ।
রাজভবনে বিহারে পুনর্গঠিত এনডিএ-র মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর শপথ বাক্য পাঠ করান তাকে। এ সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন বিজেপির রাজ্য সভাপতি ও বিধান পরিষদের (রাজ্যের উচ্চকক্ষ) সদস্য সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। এ সময় বিজেপির প্রেম কুমারসহ মোট ৬ জন নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
নীতীশের দলবদলে বড় ধাক্কা খেল ‘ইন্ডিয়া’ জোট। যদিও জোট ছেড়ে নীতীশের বেরিয়ে যাওয়ায় ইন্ডিয়ার ক্ষতি তো হবেই না, বরং লাভ হবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।