এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিজেপি মুক্ত ভারত গড়তে পাটনার পর এবার বেঙ্গালুরুতে একজোট হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। সেখানেই শুরু হচ্ছে বিরোধীদের দু’দিনের বৈঠক। তবে মনে করা হচ্ছে এবার বড় ভূমিকা পালন করতে পারে বিহার।
কিন্তু, একদিকে যখন বিহারের প্রধান দুই দল বিরোধী-ঐক্য গড়তে মরিয়া, তখন নীতীশ-রাজ্যের অন্যান্য দলগুলিকে কাছে টেনে বিরোধী-ঐক্যের রাশ দুর্বল করতে আসরে নামছে বিজেপি।
মহাদলিত ভোটব্যাঙ্ককে সংহত করতে বিজেপি রামবিলাস পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়ামী মোর্চা, উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় সমতা পার্টি-সহ বিহারের ছোট ৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এনডিএ-র বৈঠকে। এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান, হিন্দুস্তান আওয়ামী মোর্চার জিতেন রাম মাঝি এনডিএ বৈঠকে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত। তবে উপেন্দ্র কুশওয়া এবং বিহারের অন্যান্য দলগুলির প্রতিনিধিরা এনডিএ বৈঠকে থাকবেন নাকি বিরোধী-শিবিরের দিকে ঝুঁকবেন, তা এখনও নিশ্চিত নয়।