“আমার সঙ্গে বিজেপির দূরতম সম্পর্কও নেই,কিভাবে আমাকে প্রার্থী করলো তারা?” প্রার্থীপদ প্রত্যাখ্যান মানিকান্দনের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210315_223305

নিউজ ডেস্ক : বরাবরের মতো এবারও বিজেপি কেরালায় আসন্ন নির্বাচনের আগে আদৌ ভালো অবস্থানে নেই এখন। এমনকি আসনগুলোতে প্রার্থী দেওয়ার মতো ও লোক পাচ্ছে না সেখানকার বিজেপি। ভারতের সব থেকে উন্নত রাজ্যে কেরালায় বিজেপির সাম্প্রদায়িক ঘৃণা আর জয় শ্রীরাম চলেনা। কিন্তু তবুও নান বাঁচাতে প্রার্থী তো দিতে হবে তাই ঘোষণা করা হয়েছে বিজেপি প্রার্থীদের নাম। কিন্তু সেই তালিকায় অনেকে আছেন যাদের জোর করে রাজি করিয়েছে বিজেপি তাদের প্রার্থী হওয়ার জন্য। এই পর্যন্তই তো তবুও ঠিক ছিল কিন্তু এবার ঘটল আরো অবাক করা কান্ড। বিজেপি এমন এক ব্যক্তিকে প্রার্থী করল যে নিজে কট্টর বিজেপি বিরোধী। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘৃণাভরে বিজেপির প্রার্থীপদ প্রত্যাখ্যান করলেন ওই ব্যক্তি।

নাম সি মানিকান্ডান আগাগোড়া বিজেপি বিরোধী বেশিরভাগ কেরালাবাসির মতো। কিন্তু আসন্ন নির্বাচনের বিজেপির প্রার্থী তালিকায় তার নাম তাকে জিজ্ঞেস না করেই দিয়ে দিয়েছে রাজ্য বিজেপি। কেরালার ওয়ানন্দ জেলার মানান্থাভাদি কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম মনোনীত করেছে বিজেপি। কিন্তু তিনি বিষয়টি জানতে পারলে বলেন, “আমি জানিনা কিভাবে তারা আমার নামটা এভাবে নির্বাচিত করতে পারে। আমি তাদের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না। কারণ আমি বিজেপি কর্মী না আর আমার বিজেপির সঙ্গে দূরতম সম্পর্কও নেই।” এমনিতে বেশিরভাগ জনমত সমীক্ষায় বলছে বন আসন্ন নির্বাচনে বিজেপির খাতা খুলতেও অনেক কাঠ খড় পড়াতে হবে তার ওপর এই ঘটনা আরো ধাক্কা দেবে তাদের নির্বাচনী প্রচারের ওপর। উল্লেখ্য বর্তমানে কেরালায় মাত্র একটি বিজেপি বিধায়ক আছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর