এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুর নিয়ে ফের অস্বস্তি বাড়লো মণিপুর বিজেপি ও কেন্দ্র সরকারের। ইন্ডিয়া জোট নয়, স্বয়ং দলীয় বিধায়কের কারণেই অস্বস্তি বাড়লো গেরুয়া শিবিরের। শান্তি ফেরাতে মণিপুরকে তিনভাগে ভাগ করার পরামর্শ দিলেন বিজেপি বিধায়ক পাওলিয়েনলাল হাওকিপ।
তিনি বলেন, “মণিপুরের সকল জনজাতিকে যদি রাজনৈতিক ও প্রশাসনিক স্বীকৃতি দিতে হয়, তাহলে রাজ্যকে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করতে হবে। তাহলেই গোটা এলাকায় শান্তি ফিরবে। প্রত্যেক জনগোষ্ঠীই নিজেদেরকে আরও উন্নত করে তোলার সুযোগ পাবে।”
এই কথার সম্পূর্ণ বিরোধিতা করেছেন বিজেপি মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তাঁর মতে, কোনও পরিস্থিতিতেই মণিপুর ভাগের সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাজ্যে শান্তি ফেরাতে কুকিদের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে কেন্দ্র সরকার।