পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

এনবিটিভি, ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁরা রাজ্যে ঘুরে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। কেন্দ্রীয় বিজেপির তরফে একথা জানানো হয়েছে।

এর বিরোধিতা করে তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, “মণিপুর তো জ্বলছে। সেখানে তো কোনও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না। বাংলার ৬১ হাজার বুথের মধ্যে গুটিকয়েক বুথে অশান্তি হয়েছে। সেটা নিয়ে বিরোধীরা প্রচার করতে চাইছে।”

Latest articles

Related articles