এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেস রাজ্যের নির্দেশনা অনুসরণ করে বুধবার রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী কাম তৃণমূল জেলা চেয়ারম্যান মলয় ঘটক এবং তৃণমূল জেলা সভাপতি কাম আসানসোল মেয়র জিতেন্দ্র তিওয়ারি বৈঠক করেছেন। এসময় ব্লক সভাপতিদের বাছাই নিয়ে আলোচনা হয়। বিকেলে অন্যান্য নেতাদের সাথেও কয়েক ঘন্টা বৈঠক হয়। এ দুজন ছাড়াও জেলা কো-অর্ডিনেটর হরেরাম সিং, বিশ্বনাথ পরিয়াল, বিধায়ক তপস ব্যানার্জি, উজ্জ্বল চ্যাটার্জী, বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন। বেশিরভাগ বিধায়ক তাদের ব্লকের সভাপতি বদলানোর মুডে ছিলেন না।
Related articles