ইটবৃষ্টি-বোমাবাজি, উদ্ধার হল পিস্তল, বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার

 

• হাওড়ায় যে বিজেপি সমর্থকের কাছ থেকে পিস্তল উদ্ধার হয়, তাঁর নাম বলবিন্দর সিংহ। তিনি অর্জুন সিংহের শিবিরের লোক বলে জানিয়েছে পুলিশ।

• বিজেপি কোনও রাজনৈতিক দল নয়। ওরা সন্ত্রাসবাদী, বললেন ফিরহাদ হাকিম।

• পুলিশের মারে বিজেপি নেতা অরবিন্দ মেনন আহত। বিভিন্ন জায়গায় বিজেপির বহু কর্মীই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের কাছ থেকে কোনওরকম সাহায্য মিলছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।

• বড়বাজারে বিজেপির মিছিলে পুলিশের লাঠিচার্জ।

• অভিনেত্রী তথা বিজেপির রাজ্য সম্পাদিকা শর্বরীকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। পুলিশ তাঁর শাড়ি ছিঁড়ে দিয়েছে এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

• হেস্টিংসে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের।

• হাওড়া ব্রিজে ইটবৃষ্টি বিজেপি সমর্থকদের। বোমাবাজি হাওড়া ময়দানে।

Latest articles

Related articles