ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ‘ভারতরত্ন’ বিসমিল্লা খানের বাড়ি, হবে কমার্সিয়াল কমপ্লেক্স

এনবিটিভি ডেস্ক: আমেরিকায় বসবাস করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি ১৯৬৩ সালে হাদহা সরাইয়ের ভিক্ষমশাহ লেনের ধারে কেনা বাড়ি ছেড়ে যেতে পারেননি। ওই বাড়ির উপর আলাদা আবেগ, মায়া জড়ানো ছিল ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লা খানের।

তাঁর সেই সাধের বাড়িটির একাংশ ভেঙে ফেলল আত্মীয়রা। এমনকী যে ঘরে ওস্তাদ বিসমিল্লা খান রেওয়াজ করতেন সেটিও এখন ধংসস্তুপে পরিণত হয়েছে।

আত্মীয়দের কাছে ওটি স্রেফ একটি ঘর। ওই ঘরে বিসমিল্লা খানের কত স্মৃতি ও ইতিহাস জমে রয়েছে তার খোঁজ তাঁরা নেননি। গত ১২ অগাস্ট সেই ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর তার পর থেকেই উত্তরপ্রদেশের প্রশাসনের দিকে অভিযোগের আঙুল উঠছে।

২০০৬ সালে বিসমিল্লা খান মারা যাবার পর তাঁর বাড়িটিতে সংগ্রহশালা গড়ার প্রস্তাব দিয়েছিলেন তাঁর গুণগ্রাহী ও ভক্তরা। কিন্তু তা আর হয়নি। বিসমিল্লা খানের ওই বাড়ি ভেঙে এবার কমার্সিয়াল কমপ্লেক্স হবে বলে জানা গিয়েছে।

বহুদিন ধরেই ওই বাড়িটিকে হেরিটেজ প্রপার্টি করার দাবি উঠেছিল। কিন্তু উত্তরপ্রদেশের সরকার তাতে কান দেয়নি। তাঁর সানাই, ছবি, পুরস্কারসহ অনেক কিছুই আত্মীয়রা ফেলে নষ্ট করেছে বলেও অভিযোগ উঠছে।

Latest articles

Related articles