এনবিটিভি, ওয়েব ডেস্ক: আর্থিক অনিয়মের অভিযোগে সোমবার গভীর রাতে গ্রেফতার তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কৌস্তভ রায়।
জানা গিয়েছে, কৌস্তুভকে সোমবার সকালে তলব করা হয়েছিল ইডির তরফে। কিন্তু তাদের চিঠি দিয়ে জানান, সকালে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিকেলে ইডির সঙ্গে দেখা করার সময় হবে বলেও জানিয়ে দিয়েছিলেন কৌস্তুভ। তাঁর বক্তব্য মেনে নিয়ে ইডি তাঁকে বিকেল ৪টেয় হাজিরা দিতে বলেছিল। বিকেলেই ইডি দফতরে ঢুকেছিলেন কৌস্তুভ। টানা জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়এবং বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল।
এই গ্রেফতারের বিষয় তৃণমূলের এক প্রথম সারির নেতা বলেন, ‘‘কৌস্তুভ আমাদের হিতৈষী বলা ভাল। সম্ভবত ওঁর গ্রেফতারির নেপথ্যেও সেই রাজনৈতিক কারণই রয়েছে। যখন বেঙ্গালুরুতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীদের বৈঠক হচ্ছে, সেই সময়ই কৌস্তুভকে ইডির গ্রেফতার করা সেই দিকেই ইঙ্গিত করছে।’