ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই সংসদের প্রথম অধিবেশনে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সিপিআই(এম) কংগ্রেস ইশতেহারে সিএএ বাতিলের কথা উল্লেখ না করায় কংগ্রেসকে আক্রমণের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিজেপির ১০ বছরের শাসনে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করেছে।
অযোধ্যা রাম মন্দির প্রসঙ্গে তিনি বলেন, এই মন্দিরের উদ্বোধন নির্বাচনের উপর কোন প্রভাব ফেলবে না। অযোধ্যার মন্দির কেন রাজনীতিতে বা নির্বাচনে ভূমিকা পালন করবে না। কার দেশ শাসন করবে এটাতে মন্দিরের কোন ভূমিকা থাকা উচিত নয়।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, হাজার হাজার বর্গকিলোমিটার ভারতীয় জমি চীনা সৈন্যরা দখল করেছে।