করোনা যুদ্ধে নিযুক্ত সৈনিকদের স্যালুট জানাতে ক্যাডবেরীর একাধিক ভাষায় ধন্যবাদ জ্ঞাপন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200502-WA0083

এনবিটিভিঃ করোনা আতঙ্কের জন্য লকডাউনের মধ্যেও দেশজুড়ে যারা নিরাপত্তা দিয়ে চলেছে, এবং যারা দেশের মানুষদের রক্ষা করার কাজে নিজেদের সামিল করেছে, তাদের ধন্যবাদ জানান ক্যাডবেরি। সেই সমস্ত ডাক্তার, স্বাস্থ্য কর্মী , সাংবাদিক, অত্যাবশকীয় পন্য সরাবরহাকারী, পুলিশদের কে কুর্নিশ জানাতে ৮ ভাষায় ক্যাডবেরীর প্যাকেটের গায়ে ধন্যবাদ লিখল ক্যাডবেরী উৎপাদনকারী সংস্থা। যাতে যখনই কেউ এই ক্যাডবেরী খাবেন, তখনই ওই সব মানুষ দের নিরলস পরিশ্রম ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে মানুষের জীবন বাঁচানোর কথা মনে পড়ে।

বৃহস্পতিবারই ক্যাডবেরির এই লিমিটেড এডিশন প্রকাশ করা হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, এই সংস্করণ থেকে যা লাভ হবে , তার একটা অংশ স্বেচ্ছাসেবী সংস্থা নির্মাণের সঙ্গে যৌথ ভাবে দিন আনা দিন খাওয়া মানুষদের স্বার্থে কাজে লাগানো হবে।

সংস্থার তরফে বলা হয়, ৪০ টাকার ক্যাডবেরির প্যাকেটের গায়ে এই ৮ ভাষায় ধন্যবাদ জ্ঞাপন করা হবে। সেই ভাষাগুলি হল ইংরেজি, হিন্দি , বাংলা, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায়। উল্লেখ্য ৭০ বছরে ক্যাডবেরী এই প্রথম তার ডেইরি মিল্ক এর লোগো তুলে অন্য কিছু প্রকাশ করল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর