প্রার্থী ইসলামবিদ্বেষী প্লাটফর্মের সঙ্গে যুক্ত, মনোনয়ন বাতিল করল কংগ্রেস

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

90

রাজস্থানের জয়পুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা থেকে সুনীল শর্মাকে বাদ দিল কংগ্রেস। তার পরিবর্তে ওই আসনে প্রতাপ সিং খাচারিয়াওয়াসকে প্রার্থী করা হয়েছে। শর্মার মনোনয়ন নিয়ে বিতর্কের পরেই এই সিদ্ধান্ত নেয় কংগ্রেস।

শর্মার বিরুদ্ধে হিন্দুত্ববাদী মতাদর্শের ‘জয়পুর ডায়ালগস’ নামক এক ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই প্ল্যাটফর্ম কংগ্রেস নেতাদের বিরুদ্ধে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করে আসছিল। এর জেরেই শর্মার মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক কংগ্রেস নেতা।

কংগ্রেস নেতা শশী তারুর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, শর্মার মতো একজন হিন্দুত্ববাদী প্ল্যাটফর্মের সাথে জড়িত ব্যক্তিকে কীভাবে কংগ্রেসের প্রার্থী করা হল?

‘জয়পুর ডায়ালগস’ প্ল্যাটফর্মটির বিরুদ্ধে ইসলামবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণেই তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দিতে বাধ্য হয়েছে কংগ্রেস।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর