এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রেল ইসিএল এলাইসির সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বিলগ্নিকরণের বিরুদ্ধে ও পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের কোর্টমোড় অঞ্চলে পথ সভা ৷ উপস্থিত বক্তা মন্ত্রী মলয় ঘটক , অভিজিৎ ঘটক, সুভদ্রা বাউড়ি, গুরুদাস চ্যাটার্জি, তবাসুম আরা সহ আরো অনেকে ৷ এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন বিজেপির লক্ষ্য দেশের সাধারণ মানুষকে ধাপ্পা দিয়ে দেশকে লুঠ করা ৷ দেশের চৌকিদারের উপস্থিতিতে দেশ লুঠ চলছে ৷ রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি বিক্রি হয়ে যাচ্ছে ৷ নরেন্দ্র মোদীকে গদি থেকে সরালেই আচ্ছে দিন আসবে ৷ এদিনের সভা থেকে মাস্ক এর ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন মন্ত্রী ৷ এদিন মন্ত্রীর হাত ধরে বিজেপি ও সিপিআই (এম)থেকে ২০০ কর্মী তৃণমূলে যোগদান করেন ৷