মে জুন মাসে বিনামূল্যে রেশন, বলছে কেন্দ্র

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210423_223807

নিউজ ডেস্ক : করোনা আবির্ভাবের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এ রাজ্যে দিয়ে যাচ্ছে বিনামূল্যে রেশন। ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা ইতিমধ্যে করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার ও প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এবার একই রকম পদক্ষেপ নিল মোদি সরকার। করোনা পরিস্থিতি মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করল মোদী সরকার (Modi Govt)। ২৬ হাজার কোটি টাকার বেশি খরচ পড়বে এই কর্মসূচিতে। গতবছরও করোনা পরিস্থিতিতে নিখরচায় দেশজুড়ে রেশন বণ্টন করেছিল কেন্দ্র।

 

কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়া হবে। ৫ কেজি চাল-গম দেওয়া হবে ৮০ কোটি মানুষকে। সেজন্য ২৬,০০০ কোটি টাকার বেশি খরচ করতে হবে সরকারকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর