পঞ্চায়েত নির্বাচন: লেহ্-লাদাখ থেকে এলো বাহিনী

এনবিটিভি, ওয়েব ডেস্ক: শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের উদ্দেশ্য লেহ্-লাদাখ ও অন্যান্য সীমান্ত এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনী এল বাংলায়। লে থেকে ৫ কোম্পানি, ২ প্ল্যাটুন বাহিনী এসেছে। শুধু লেহ্ বা লাদাখ নয়, পাঞ্জাব এবং অরুণাচল সীমান্ত থেকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন।

এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন জানাচ্ছে, তাঁরা আদালতের নির্দেশ মেনেই পর্যাপ্ত বাহিনী চেয়েছে। সেক্ষেত্রে সমন্বয়কারী অফিসার কীভাবে তা মোতায়েনের ব্যবস্থা করবেন, তা তাঁর আর কেন্দ্রের বোঝাপড়া।

Latest articles

Related articles