ভোট না দেওয়ায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের হুমকি দিলেন বিজেপি সাংসদ বিষ্ণু পাদা রায়।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে লোকদের দিন “আর ভালো হবে না” কারণ তারা সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তাকে ভোট দেয়নি।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ৫ জুন দেওয়া একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, যারা বিজেপিকে ভোট দেয়নি তাদের অবশ্যই ভাবতে হবে। নিকোবর দ্বীপপুঞ্জ আমাকে কোনো ভোট দেয়নি। কার নিকোবর, ভাবুন এখন কী ঘটতে যাচ্ছে।
নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরাংশে অবস্থিত কার নিকোবর যেটি কেন্দ্রশাসিত অঞ্চলের নিকোবর জেলার স্থানীয় প্রশাসনিক বিভাগগুলির মধ্যে একটি, ।
তিনি বলেন, নিকোবরের নামে টাকা নেবেন, মদ খাবেন, কিন্তু ভোট দেবেন না।
বিজেপির এই সাংসদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র কেন্দ্রে কংগ্রেসের কুলদীপ রাই শর্মার বিরুদ্ধে ২৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।