করোনা বিপর্যয়ে সামিল প্রথম সারির সাংবাদিকদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200501-WA0012

এনবিটিভি ডেস্কঃ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম। আর সেই সাংবাদিকদের উদযাপনের দিন ‘প্রেস ফ্রিডম ডে’ তে সাংবাদিকদের কথা মাথায় রেখে অভিনব ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার তিনি টুইটে জানান, করোনা যুদ্ধের লড়াইয়ে যে সাংবাদিকরা প্রথম সারিতে রয়েছেন তাঁদের জন্য থাকবে ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা।

সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদ মাধ্যম। দেশ জুড়ে করোনার উদ্বেগের মধ্যেও তাঁরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন তথ্য ও খবর তুলে ধরছেন মানুষের সামনে। ফলে তাঁদের জীবনের কথা মাথায় রেখেই বাংলার মুখ্যমন্ত্রীর এই অভিনব ঘোষণা।

তিনি আরও বলেন, সাংবাদিকদের এই নির্ভীক ভাবে দায়িত্ব পালনের জন্য তাঁদের আমরা শ্রদ্ধা করি। আমাদের বাংলায় সাংবাদিকদের কল্যাণে অনেক উদ্যোগ রয়েছে। তিনি সিওভিআইডি কর্মীদের জন্য ও ১০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ সহ স্বাস্থ্য বীমা ঘোষণা করেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর