তিনদিনের সফরে মালদায় পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211206_210908

গোলাম হাবিব,মালদাঃ তিনদিনের সফরে মালদায় পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কথা ছিল, হেলিকপ্টারে যাবেন। ‘জাওয়াদ’-এর জেরে খারাপ আবহাওয়া থাকায় যাত্রাপথ বদল করেন তিনি।

সোমবার রাতে শতাব্দী এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে নামেন মুখ্যমন্ত্রী। সেই সময় কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পুরো স্টেশন চত্বর। বৃষ্টিস্নাত মালদার মাটিতে পা রাখতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরেন কয়েকশো মানুষ। প্রিয় নেত্রীকে দেখতে ভিড় জমান আট থেকে আশি বয়সীরা।

এদিন পুরাতন মালদার মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন তিনি। মঙ্গলবার দুপুরে উত্তর ও দক্ষিন দিনাজপুরের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক করবেন। এরপর মালদায় ফিরে আসবেন তিনি। থাকবেন মহানন্দা ভবনেই।

বুধবার মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। তারপর রওনা হবেন মুর্শিদাবাদে। সেখানে প্রশাসনিক বৈঠক সেরে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দেবেন তিনি।

উল্লেখ্য, এদিন যাত্রাপথের মাঝে বোলপুর স্টেশনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন অনুব্রত মন্ডল। কিছুক্ষণ কথাবার্তাও চলে তাঁদের। মমতার হাতে তুলে দেন চপ-মুড়ি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর