চুনতি মাদ্রাসাস্থ কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজের শুভ উদ্বোধন ব্যয় ১কোটি ২০লক্ষ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200917-WA0019

এনবিটিভি ডেস্ক, আলমগীর ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের স্বনামখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঐতিহ্যবাহী সংগঠন আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের উদ্যোগে মাদ্রাসা ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় মসজিদ (আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন নির্মিত “মসজিদে আসমাউল হুসনা”) পশ্চিমমুখী সম্প্রসারন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ১৭ সেপ্টম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ ইসমাঈল মানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা অলি উদ্দিন মোহাম্মদ, প্রফেসর ড. মাওলানা এনামুল হক, দক্ষিণ সুখছড়ি খালেকিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অহিদ আহমদ, কলাউজান শাহ রশিদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু বকর, গারাংগিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম, সাবেক উপজেলা জেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার চৌধুরী, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম ডি জুনায়েদ, মাওলানা সিরাজুল ইসলাম, পিউরিয়া লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ কপিল উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ, মুহাদ্দিস মাওলানা শাহ আলম, সাইয়েদ মাওলানা মোস্তফা মুনিরুদ্দিন, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, অধ্যাপক শাব্বির আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মোজাম্মেল হক মিয়াজী, মাওলানা শামসুদ্দিন, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা ছফিউদ্দিন, মাওলানা সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, মাদ্রাসা গভর্ণিং সদস্য মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা জসিম উদ্দিন কবির, অধ্যক্ষ আ.ন.ম নোমান, মাওলানা শরীয়ত উল্লাহ হোসাইনী, মাওলানা মহিউদ্দিন মাহবুব।

অনুষ্ঠান শেষে বাদ জোহর পুনঃসংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জিয়াউল করিম। উল্লেখ্য, পুনঃসংস্কার কাজে প্রাক্কলিত ব্যয় নির্ধারন করা হয় ১ কোটি ২০ লক্ষ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর