এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিষ্ণুপুরের পর আবারো বৃহস্পতিবার মণিপুরের একাধিক এলাকায় সংঘর্ষ। কেইরেনফাবি ও থাংগালাভাইয়ের পুলিশচৌকিতে হামলা চালিয়ে সমস্ত অস্ত্রভাণ্ডার লুট করেছে উত্তেজিত জনতা। হেইংগাং ও সিংজামেই এলাকাতেও অস্ত্র লুটের চেষ্টা হয়, তবে শেষ পর্যন্ত অস্ত্র লুট করতে পারেনি জনতা। মণিপুরের একাধিক এলাকায় সংঘর্ষের জেরে আহত হয়েছেন দুই পুলিশকর্মী। অন্তত ২৫ জন সাধারণ মানুষেরও জখম হওয়ার খবর মিলেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যজুড়ে হিংসার ঘটনার পরে বিবৃতি দিয়েছে মণিপুরের পুলিশ। তাদের তরফে বলা হয়েছে, “গত ২৪ ঘণ্টায় রাজ্যের অবস্থা খুবই স্পর্শকাতর। একাধিক জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। বেশ কয়েকটি জায়গায় গুলি চলারও ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক হাজারেরও বেশি ব্যক্তিকে।”