আসানসোল পুরভোটের মুখে তৃণমূলে যোগ কংগ্রেস ও সিপিআই এর দুই নেতা-নেত্রীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

2560px-All_India_Trinamool_Congress_flag.svg

নিউজ ডেস্ক : ঠিক পুরভোটের আগে আসানসোলে শক্তি বাড়িয়ে নিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ও অন্যান্য নেতাদের উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে ইন্দ্রানী মিশ্র এবং সিপিআই ছেড়ে মানিক মালাকার যোগ দিলেন তৃণমূলে।

তাঁদের সঙ্গেই কংগ্রেস ও বামদল ছেড়ে আরও প্রায় ২৫০ জন যোগ দিলেন তৃনমূলে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজেদের দল বদলের কারণ হিসেবে ইন্দ্রানী মিশ্র ও মসনিক মালাকার বলেন, মানুষের পাশে থাকার জন্যই তাঁদের এই সিদ্ধান্ত। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, আরও অনেকে তৃনমূলে আসতে চাইছে। তিনি বলেন, আসানসোলের আসন্ন পুরভোটে বিজেপি নির্দল প্রার্থীদের চেয়েও কম আসন পাবে। তাদের কথায় রাজ্যের উন্নয়নের গতি বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কাজ করতে চান। বিজেপি এবং সিপিআইএম এর সঙ্গে জনসাধারনের সমর্থন নেই বলে তারা মন্তব্য করেন। তবে জেলার সিপিআইএম এবং বিজেপি নেতৃত্বের তরফ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর