দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

কংগ্রেস বিআর আম্বেদকারের সংবিধানকে অবমাননা করে দেশ ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার ছত্তিশগড়ের এক সমাবেশে মোদী বলেন, কংগ্রেসের গোয়া প্রার্থী বলছেন যে তার রাজ্যে নাকি ভারতের সংবিধান প্রযোজ্য নয়। এটা কি বাবাসাহেব আম্বেদকার এবং সংবিধানের অপমান নয়? এটা কি সংবিধানের সঙ্গে হস্তক্ষেপ নয়? এটা সবই দেশ ভাঙার সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ৷

মোদি আরও বলেন, আজ তারা গোয়াতে সংবিধানকে অস্বীকার করছে, আগামীকাল তারা সারা ভারত জুড়ে বিআর আম্বেদকরের সংবিধানকে অস্বীকার করার চেষ্টা করবে।

সমাবেশে ক্ষুব্ধ মোদি বলেন, বিজেপি দূরে থাক, স্বয়ং বাবাসাহেব আম্বেদকর নিজেও সংবিধান বাতিল করার ক্ষমতা রাখেন না।

Latest articles

Related articles