১০৪ বছরের ইতিহাসে প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_1

১০৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী উপাচার্য পেয়েছে দেশের প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয় এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নাইমা খাতুনকে নতুন  উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকারী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এই নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক নাইমা খাতুন আগামী পাঁচ বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ নিয়ে এটি তৃতীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেখানে একজন নারীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। তিনি মনোবিজ্ঞানে পিএইচডি করেছেন তিনি। ১৯৮৮ সালে মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক হন ২০০৬ সালে। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি।

উল্লেখ্য,  ১৮৭৫ সালে যাত্রা শুরু করে মুহাম্মদান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ। ১৯২০ সালে নাম পরিবর্তন করে রাখা হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর