ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

2

উত্তরপ্রদেশের আমেঠিতে  কংগ্রেসের অফিসে হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

রবিবার (৫ এপ্রিল) মধ্যরাতে পার্টি অফিসের বাইরে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

গাড়ি ভাংচুরের শব্দ পেয়ে দলীয় কর্মীরা পার্টি অফিসের সামনে আসলে।দুর্বৃত্তদের সাথে হট্টগোল হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু করেন কর্মীরা।

ঘটনার খবর পেয়েই পার্টি অফিসে ছুটে আসেন কংগ্রেস জেলা সভাপতি প্রদীপ সিঙ্গল।

অবিলম্বে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি সিও সিটি মায়াঙ্ক দ্বিবেদী। তিনি বিক্ষোভকারী দলীয় কর্মীদের শান্ত করার চেষ্টা করেন।

উল্লেখ্য, কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আমেঠিতে  লোকসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। টানা তিন বার আমেঠি থেকে নির্বাচিত হওয়ার পর রাহুল গান্ধী গত লোকসভা ভোটে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন। এবারও এখানে বিজেপির পক্ষে লড়াই করছেন স্মৃতি ইরানি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর