সাইফুদ্দিন মোল্লা,এনবিটিভি,ঘুটিয়ারি: এই প্রথম ঘুটিয়ারি শরীফে পীর মোবারক আলী গাজী সাহেবের পবিত্র উরশ উৎসব বন্ধ থাকছে।
দেশে করোনা রোগ সংক্রমণ বাড়তে থাকায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, বারুইপুর পুলিশ জেলা তথা ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির পক্ষে মাজার কমিটির সঙ্গে যৌথ আলোচনার পর এই উৎসব এ বছর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রতিবছর ১৭ ই শ্রাবণ ঘুটিয়ারি শরীফের গাজী পীরের মাজারকে ঘিরে অনুষ্ঠিত হয় এই পবিত্র উরশ উৎসব । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পীরের হাজার হাজার ভক্ত এই দিনটিতে হাজির হন ঘুটিয়ারি শরীফে । এবছর ১৭ ই শ্রাবণ অর্থাৎ ২ রা আগস্ট, রবিবার এই উৎসবের দিনে এলাকার সব নাগরিকদের বর্তমান করোনা ভাইরাস রোগের কারণে সবরকম জনসমাবেশ করা থেকে বিরত থাকতে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার রশিদ মুনির খান আবেদন জানিয়েছেন । তিনি আরোও জানান মাজার সংলগ্ন এলাকায় সমস্ত দোকানপাটও এই সময় বন্ধ থাকবে । আদেশ অমান্য করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পাশাপাশি মাজার কমিটির পক্ষেও ১৭ই শ্রাবণ উরশ উৎসব বন্ধ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে ।