৮ শতাংশ মুসলিম উত্তরপ্রদেশে বিজেপিকে ভোট দিয়েছে: সমীক্ষা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মুসলিম মহিলাদের ভোট দানের মুহুর্ত।
মুসলিম মহিলাদের ভোট দানের মুহুর্ত।

এনবিটিভি ডেস্ক: ভারতে হাজারও নির্বাচনী কৌশল অবলম্বন করে থাকেন রাজনৈতিক দল গুলো। বেলা শেষে মাত্র কয়েকটি ফলপ্রসূ হয়ে থাকে। তিক্ত হলেও এটা সত্য যে, ধর্ম ও জাতি ভিত্তিক রাজনীতি নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার, তা প্রকটভাবে প্রমাণিত হয়েছে চলতি বছরের পাঁচ রাজ্যর ভোট ফলাফলে।


এদিকে বিজেপি দলকে ভারতে মুসলিম বিদ্বেষী বলে প্রচলিত। তা ভারতীয় জনতা পার্টির নেতাদের বক্তব্য ও কার্যকলাপের মধ্য দেখা মেলে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনী প্রচারে জনতা পার্টিকে ৮০-২০ এর তাস খেলতে দেখাও মিলেছিল।

এদিকে পাঁচ রাজ্য বিধানসভা নর্বাচনের মধ্য চারটি বিজেপির হাতের মুঠোয় চলে আসে। নির্বাচনের ফলফল ঘোষণার পরে সমীক্ষায় এক চাঞ্চল্য কর তথ্য উঠে আসে যে, মুসলিম বিদ্বেষী মনোভাবের পরে উত্তরপ্রদশে প্রায় ৮ শতাংশ মুসলিম বিজেপি-কে ভোট দিয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর