গণধর্ষন নিয়ে বিক্ষোভ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201003-WA0031

কাঠালিয়া,০৩সেপ্টেম্বর: 
উত্তরপ্রদেশের হাথরাসে নির্মম গণধর্ষণ ও মৃত্যুদেহ পোড়ানোর বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের কৃষি বিলের প্রতিবাদে আজ বৈকাল ৩ টায় ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা বার হয়েছে।
এদিন কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়।জনগণের দাবি এই ধর্ষণকারীদের অবিলম্বে গেরেপ্তার করা হোক এবং ফাঁসি দেওয়া হোক। এভাবে আর কতদিন চলবে? বারবার মেয়েদের নিরাপত্তা নিয়ে কেন প্রশাসন বা সরকার হাত গুটিয়ে বসে থাকবে? জনগন জবাব চাই।উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ব্লক সভাপতি ওহিদুল ইসলাম, ভোগালী টু প্রধান মোদাচ্ছের হোসেন, যুব সাধারণ সম্পাদক হাকিমুল ইসলাম, মমিনুল ইসলাম।
এদিন তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, কেন্দ্র সরকার ও উত্তরপ্রদেশের সরকার অপদার্থ এদের এক মুহুর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই।
ব্লক সভাপতি ওহিদুল ইসলাম বলেন, উত্তরপ্রদেশের যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা নেই, আমারা এর তীব্র নিন্দা জানাই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর