৪৫ টি বাইক ও ২৫৫ টি মোবাইল উদ্ধার ডায়মন্ডহারবার পুলিশের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মোবাইল ফোন ফিরিয়ে দিচ্ছেন ডায়মন্ডহারবার পুলিশ।
মোবাইল ফোন ফিরিয়ে দিচ্ছেন ডায়মন্ডহারবার পুলিশ।

এনবিটিভি, ডায়মন্ডহারবারঃ  ৪৫টি বাইক ও ২৫৫টি মোবাইল ফোন উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশে অন্তর্গত ১৪টি থানার পুলিশ কর্মীরা আর সেই সকল বাইক ও মোবাইল ফোন প্রাপ্ত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বাইক ও মোবাইল পেয়ে খুশি মালিকেরা।

দক্ষিণ ২৪ পরগনার পৈলান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার অফিস থেকে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী মঙ্গলবার দুপুরে প্রাপ্ত মালিকদের হাতে ফোন ও বাইক তুলে দেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট প্রাপ্তি। এই প্রাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে ডায়মন্ড হারবার জেলা পুলিশ ২৫৫টা দামি মোবাইল, ৪৫টা মোটর সাইকেল যেগুলো জেলা পুলিশের ১৪টি থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে চুরি গিয়েছিল সেই সকল মোবাইল ও মোটর সাইকেল গুলি আজ প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। এই অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ও মোটর সাইকেল গুলি পেয়ে খুশি প্রাপকেরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর