
সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কেন্দ্র সরকারের মাল্টি সেক্টোরাল ডেভেলপমেন্ট (এমএসডিপি)-এর প্রোগ্রাম আওতায় রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে গড়ে উঠেছিল একাধিক ‘কর্মতীর্থ’। লক্ষ ছিল-বাজারের আদলে ছোট ছোট দোকানঘর তৈরি করে স্থানীয়দের ব্যবসায়িকভাবে স্বনির্ভর করে তোলা, কিন্তু বাস্তবে এই প্রকল্পের অধিকাংশ কর্মতীর্থ এখন তালাবন্ধ। প্লাস্টার খসে পড়ছে, দরজা-জানালা ভাঙা, কোথাও কোথাও ঘাস-জঙ্গল গজিয়ে উঠেছে। এই উদাসীনতায় বেকার যুবক-যুবতীরা ব্যাপকভাবে ক্ষুব্ধ।

উত্তর ২৪ পরগনার বারাসত-২ ব্লকের কীর্তিপুর-১ পঞ্চায়েতের খড়িবাড়ি গ্রামে তৈরি হওয়া কর্মতীর্থের চিত্র আরও করুণ। ২০১৫-১৬ সালে ১ কোটি টাকা ব্যয়ে ৩৩টি দোকানঘর নির্মিত হলেও মাত্র ৩-৪টি দোকান এখনও চালু রয়েছে। বাকি দোকানগুলি দীর্ঘদিন ধরে বন্ধ। বারাসত-২ ব্লক প্রশাসন দোকানের চাবি অনেকের কাছ থেকে ফেরত নিয়েছে প্রায় এক বছর আগেই, তবে এখনও সেগুলি পুনরায় নতুন করে কোনও ব্যবসায়ীর মধ্যে বণ্টন করা হয়নি।সংখ্যালঘু উন্নয়নে গড়ে ওঠা কর্মতীর্থগুলোর বেহাল অবস্থাl