ডোমকল পৌরপিতার উদ্যোগে ৩৭০০ গরীব ও দুঃস্থকে বাড়ি তৈরির চেক বিলি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

অনুষ্ঠান মঞ্চ।
অনুষ্ঠান মঞ্চ।

মুর্শিদাবাদ, এনবিটিভি: বাংলার ‘বাড়ি প্রকল্পের’ উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ডোমকল জনকল্যাণ মাঠে।

আজকের এই দিনে ডোমকল পৌরসভা এলাকার ৩৭০০ গরীব দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে অর্থাৎ যারা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত তাদের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপিতা তথা বিধায়ক জাফিকুল ইসলাম, ডোমকল মহকুমা শাসক রাজীব মণ্ডল, ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী, মহাকুমা খাদ্য আধিকারিক মোঃ মুসির আহাম্মেদ, ডোমকল বি ডিও পার্থ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি সহ প্রমূখ।

এই বিষয়ে পৌরপিতা তথা বিধায়ক বলেন, “এই প্রকল্পে প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে ১৫ কোটি টাকা এসেছে আবার পরের সপ্তাহে আরও ১৫ কোটি টাকা পাওয়া যাবে। তাই প্রথম পর্যায়ের ১৫ কোটি টাকা ৩৭০০ জনের মধ্যে চল্লিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়ছে। পরে ধাপে ধাপে পাওয়া যাবে সমস্ত টাকাটা।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর