অনশন ধর্মঘটের জন্য করোনা পরীক্ষা করে তৈরি হচ্ছেন স্বচ্ছ এনজিও-র কর্মকর্তারা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200917-WA0018

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন,আসাম: সকাল ১১ টা থেকে কাটাখাল থেকে জানকিবাজার লেভেল ক্রসিংয়ের দাবিতে আমরণ অনশন আন্দোলনে বসছে পাঁচগ্ৰাম থানার অন্তর্গত কাটাখালের স্থানীয় সামাজিক সংগঠন ‘স্বচ্ছ’ এনজিও। একাধিক বার গনতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করলেও তাদের দাবি পূরণ না হওয়ায় এবার তারা আমরণ অনশন আন্দোলনে বসে তাদের দাবি আদায় করে ছাড়বে বলে জানান এনজিও-র কর্মকর্তারা। কাটাখাল বাজারে সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় স্বচ্ছ এনজিও-র প্রায় চল্লিশ জন কর্মকর্তা স্বেচ্ছায় করোনার রেপিড এন্টিজেন টেস্ট করান। এতে ফলাফল আসলে দেখা যায় সবাই নিগেটিভ। স্বচ্ছ এনজিও-র সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, আগামী সোমবার লেভেল ক্রসিংয়ের দাবিতে কাটাখাল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অনশন আন্দোলনে বসার জন্য এনজিও-র সকল কর্মকর্তাদের নিয়ে স্বেচ্ছায় করোনা পরীক্ষা করে তৈরি হচ্ছেন। উল্লেখ্য, গত ৩০ অগাষ্ট কাটাখাল বরাক ভেলি মিডিয়া ফোরাম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে অনশন আন্দোলনের কথা ঘোষনা করেন স্বচ্ছ এনজিও-র কর্মকর্তারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর