মদ্যপ অবস্থায় মারধর ও গভীর রাতে হামলা টোটো চালককে বাড়িতে

এনবিটিভি ডেস্ক, মালদা: রাতের অন্ধকারে বাড়ি যাবার পথে মদ্যপ এক যুবকের হাতে আক্রান্ত হলেন এক টোটো চালক ও তার পরিবারের এক সদস্য। অভিযোগ গভীর রাতে ওই যুবক দলবল নিয়ে টোটো চালকের বাড়িতে গিয়ে আবার পুনরায় হামলা করে ও ধারালো অস্ত্র দিয়ে তার পরিবারের এক সদস্যের গালে কেটে দেয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ইংরেজবাজার শহরের সুকান্ত পল্লী এলাকায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে ওই টোটো চালক।

জানা গেছে ইংলিশ বাজারের সুকান্ত পল্লী এলাকার বাসিন্দা দীপক সরকার পেশায় একজন টোটো চালক। রবিবার সন্ধ্যায় তার মেয়ের জন্মদিন অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় নিকটবর্তী আত্মীয়-স্বজনরা এসেছিল তার বাড়িতে এবং রাতে সে তার আত্মীয়দেরকে টোটো করে বাড়ি থেকে ছেড়ে আসার সময় মাঝরাস্তায় এলাকার এক যুবক সুনীল মণ্ডল রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে৷ টোটো চালক দীপক সরকার তাকে রাস্তার সাইড দিয়ে হাঁটার জন্য বলতে গেলে অভিযুক্ত ওই মদ্যপ তাকে মারধর করে। টোটো চালকের এক আত্মীয় তাকে বাধা দিলে তাকে মারধর করে। অভিযোগ তখনকার মতন সামরিক শেষ হয়ে গেল গভীর রাতে ওই যুবক সুনীল মণ্ডল ও তারই বাড়ির সদস্য শ্যামল মন্ডল এবং প্রশান্ত মন্ডল দলবল নিয়ে টোটো চালক দীপক স্বর্ণকারের বাড়িতে গিয়ে হামলা করে। বাধা দিতে গেলে শালা কমল সরকারের গাল কেটে দেয় এবং তারপর সেখান থেকে তারা পালিয়ে যায়। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় আক্রান্তরা লিখিত অভিযোগ করেছে পুলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

Latest articles

Related articles