এনবিটিভি ডেস্ক,কুলটি: আগস্ট মাসের লকডাউনের দ্বিতীয় দিনে মহিলার মৃতদেহ পাওয়া গেল কুলটি থানা হেজলা পিঠ ছাই ঢিপ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার ওই এলাকায় ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই মহিলা। ছাগল বেচা কেনার ব্যবসা করতেন তিনি। প্রসঙ্গত জানা যায় ছাগল কেনাবেচার সময় ঝগড়া হয়েছিল কিছুদিন আগে এক ব্যবসায়ীর সাথে। এই কারণে খুন করা হয়েছে বলে অনুমান করেছেন তারা। আরোও জানা যায় ওই এলাকায় ওই মহিলাটি ছাগল চরাতেন। কুলটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে খুন না অন্য কিছু।