লকডাউন মানতে কনটেইনমেন্ট গড়ে তোলা হল রানীগঞ্জে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200808-WA0018

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা:আগস্ট মাসের দ্বিতীয় পর্যায়ের লকডাউন কর্মসূচি বেশ কড়াকড়ি ভাবে পালন করল পুলিশ প্রশাসন। শনিবার সকাল থেকেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট -এর রানীগঞ্জ শাখার পুলিশ রাস্তায় নেমে কড়া হাতে আইন শৃঙ্খলা ভঙ্গ কারীদের শায়েস্তা করে। গত কয়েকদিন ধরেই একনাগাড়ে প্রচার করে চলেছে পুলিশ-প্রশাসন। রানীগঞ্জের বেশ কয়েকটি এলাকাকে কোয়ারেন্টাইন জোন করে তোলা হয়েছে, আর সেসব এলাকায় অহেতুক মানুষজন ঘোরাফেরা করছে এদের দীর্ঘ পুলিশ জেরার মধ্যে পড়তে হয়েছে শনিবার। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অন্যায় ভাবে লকডাউন এর সময় কোন নিয়ম বিধি না মেনে অহেতুক ঘোরাফেরার কারণে ১৯জনকে অ্যারেস্ট করে পুলিশ। জানা গেছে রানীগঞ্জের বল্লভপুর এলাকা,পাঞ্জাবীমোড় এলাকা ও রাজবাড়ী মোড় এলাকাতে নিয়ম ভঙ্গ কারীদের শায়েস্তা করতে রাস্তায় নেমে বেশ কয়েকজন অহেতুক ঘোরাফেরা লোকজনের জিজ্ঞাসাবাদ করে বাড়ি ফিরিয়ে দিয়েছে প্রশাসন। একই সাথে যে সকল মানুষেরা কোন বিশেষ কাজে বেরিয়েছেন ও প্রকৃত কাজের ব্যাখ্যা দিয়েছেন তারা জরুরী কাজ করার জন্য ছাড় পেয়েছেন পুলিশ প্রশাসনের কাছে। জানা গেছে রানীগঞ্জ শহর এলাকায় করোনা আবহ ও ভয়াবহতা দেখে আরো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ।জেলা শাসকের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য খনি অঞ্চল রানীগঞ্জের বেশ কয়েকটি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে । কোরনা পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ার কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা গেছে রানীগঞ্জের সিয়ারসোল, রাজবাড়ী মোড় এলাকা, রাম বাগান এলাকা, হিল বস্তি, রাজার বাঁধ, কুমোর বাজার, ইস্ট কলেজ পাড়া, হাসপাতাল পট্টি, শিশু বাগানের শালডাঙ্গা ,এম জি রোড, j.l. নেহেরু রোড, সি আর রোড ,আর আর

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর