গুজরাটের দ্বারকাধিস কৃষ্ণ মন্দিরে বজ্রপাত, ছিন্নভিন্ন ৫২ ফুট উচ্চতার পতাকা 

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

pic

নিউজ ডেস্ক : গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার বিখ্যাত দ্বারকাধিস মন্দির গতকাল বজ্রপাতের স্বীকার হল। মঙ্গলবারের এই হঠাৎ বজ্রপাতে ছিন্ন ভিন্ন হয়েছে বহু দূর থেকে দৃশ্যমান মন্দিরের ৫২ ফুট উচ্চ গেরুয়া পতাকা। মন্দির কর্তৃপক্ষকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনার পর স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ মন্দির কর্তৃপক্ষের কাছে ফোন করে খোঁজ খবর নেন। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাতে মন্দিরের তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। মন্দিরের মধ্যেকার কোনো পুণ্যার্থীও আঘাতপ্রাপ্ত হননি বলে জানা গিয়েছে। বজ্রপাতের বেশ কিছু ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

 

 

ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গুজরাটে আগামী তিন দিন অতিভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে।

 

 

পশ্চিম এবং মধ্য ভারতে গত কয়েক দিনে বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। রাজস্থানে এবং মধ্য প্রদেশে গত দুই দিনে ৮০ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে, যা গত কয়েক দশকে নজির বিহীন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর