ভারত সফর স্থগিত করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। পূর্বপরিকল্পিত এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা ছিল তার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইলন বলেছেন, ‘দুর্ভাগ্যবশত টেসলার খুব জরুরি প্রয়োজনে ভারত সফর বিলম্বিত করতে হচ্ছে। তবে চলতি বছরের শেষের দিকেই দেশটিতে সফর করব।’
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ এশিয়ার বাজারে বৈদ্যুতিক যান (ইভি) নির্মাতাদের প্রবেশের পরিকল্পনার ঘোষণা করার কথা ছিল এই সফরে। ভারতে নতুন এই ফ্যাক্টরি চালু করতে ২ বিলিয়ন থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার কথা ছিল ইলন মাস্কের।