এনভিটিভি, ওয়েব ডেস্ক: ডোমকলে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে উত্তেজনা। বিডিও অফিস চত্তরে বিরোধীদের মারধরের অভিযোগ করা হয়েছে। সিপিএম কর্মীদের অভিযোগ তাঁদেরকে মারধর করেছে তৃণমূল। ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের সমর্থকরা মারধর করেছে কংগ্রেস কর্মীদের উপর। কংগ্রেসের আরও অভিযোগ তৃণমূলের লোকজনে বিডিও অফিসের চারদিকে ঘিরে রেখেছে এবং তাঁরা কংগ্রেস ও সিপিএমকে ঢুকতে দেয়নি। মনোনয়নকে কেন্দ্র করে শনিবারও উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকে। বিজেপি কর্মীদেরকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
Related articles