ফার্ম বিলের প্রতিবাদে মোদী সরকার থেকে পদত্যাগ করবেন হরসিমরত কৌর বাদল,

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200917-WA0041

এনবিটিভি ডেস্ক,১৭ই সেপ্টেম্বর: শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল বৃহস্পতিবার লোকসভায় ঘোষনা করেছেন যে পার্টির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল সংসদে কেন্দ্রের প্রস্তাবিত তিনটি ফার্ম বিলের প্রতিবাদে মোদী সরকারকে পদত্যাগ করবেন। সুখবীর সিং বাদল লোকসভায় বলেছেন, “আমি ঘোষনা করেছিলাম যে হরসিমরত কৌর বাদল সরকার থেকে পদত্যাগ করবেন” ।

তিনি মোদী সরকারের একমাত্র অকালী দলের প্রতিনিধি। অকালী দল হল বিজেপির মিত্র।

ফার্ম বিলের দুটি – কৃষকরা বাণিজ্য ও বাণিজ্য (প্রচার ও সুবিধার্থে) বিল এবং মূল্য আশ্বাস ও কৃষি পরিষেবাদি বিলের বিষয়ে কৃষকদের (ক্ষমতায়ন ও সুরক্ষা) চুক্তির বিষয়ে আলোচনার সময় তার বক্তব্যে সুখবীর সিং বাদল বলেন, প্রস্তাবিত আইন কৃষিক্ষেত্র তৈরিতে ধারাবাহিকভাবে পাঞ্জাব সরকার ৫০ বছরের কঠোর পরিশ্রমকে ‘ধ্বংস’ করবে।

তিনি বিলের তীব্র বিরোধিতা করার কারনে তিনি খাদ্যশস্য উৎপাদনে ভারতকে স্বনির্ভর করতে পাঞ্জাবের ব্যাপক অবদানের কথা স্মরণ করেছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর