দক্ষিণ বঙ্গের জেলায় ঝড় ও শিলাবৃষ্টি ক্ষতিগ্রস্ত কৃষক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210421-WA0129

নজরুল মণ্ডলের রিপোর্ট বাঁকুড়া

দক্ষিণ বঙ্গের জেলায় শুরু বজ্রপাত সহ বৃষ্টি সঙ্গে ঝড় ।
কোথাও কোথাও শিলাবৃষ্টি, বেশ কয়েকদিন ধরে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে বৃষ্টিপাতের হার বৃদ্ধি পেয়েছে । কৃষি প্রধান জেলার কৃষকদের মধ্যে চিন্তায় পড়েছেন অনেকে । গ্রীষ্মের ধানের ক্ষয়ক্ষতি বাড়ছে । অন্যান্য কৃষিজাত ফসলের মাঠ ঝড় ও অতিরিক্ত বৃষ্টি এর কারনে নষ্ট হতে বসেছে। গত কয়েকদিন আগেই শিলাবৃষ্টিতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ও কোতুলপুর ব্লকের বিস্তৃর্ণ এলাকার কৃষিজাত ফসল । রমজানের মাসে এমনিতেই এবার ব্যাবসায়ীদের একটি অংশ প্রচুর পরিমাণে বাজার মূল্য বাড়িয়ে বিক্রি করছেন । অন্য দিকে কৃষকরা সঠিক মূল্য পাচ্ছে না বাজার মূল্য নিয়ন্ত্রণে না থাকায় ।
এবার রাসায়নিক সার প্রয়োগ নিয়েও চিন্তিত কৃষকদের একাংশ তাদের মতে সালের মূল্য বৃদ্ধি হ‌ওয়ায় রাসায়নিক সার প্রয়োগ করে লাভবান হতে পারবেন না।
কৃষি বিমার আওতার বাইরে থেকে গেছেন বহু কৃষক ,ভাগ চাষের জন্য ।
যদি এখনও পর্যন্ত কৃষি দফতর থেকে বিশেষ পর্যবেক্ষণ টিম গঠন করে তা ক্ষতিয়ে দেখা হয়নি বলে জানা গেছে। এক আধিকারিক জানান তারা যে কোন বিপর্যয়ে কৃষকদের পাশে থাকেন এবারের বৃষ্টিপাতের কারণে সামগ্রীকভাবে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি ।
এখন‌ও চলমান বৃষ্টিপাতের গতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর