হাড্ডাহাড্ডি লড়াই! প্রথম কোয়ালিফায়ারে আজ চেন্নাই-দিল্লি মুখোমুখি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

233601_1

 

 

নিউজ ডেস্ক : জিতলেই ফাইনাল আইপিএলের লিগ টেবিলের সেরা দুই দল আজ এমন সমীকরণের মুখোমুখি হচ্ছে। রিশাব পান্থের দিল্লি ক্যাপিটালস নাকি ধোনির চেন্নাই সুপার কিংস, কারা যাচ্ছে সরাসরি ফাইনালে? এ প্রশ্নের সমাধানে রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে নামছে দুদল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার রাত সাড়ে সাতটায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ধোনি-পান্থরা। ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে গেলেও হেরে যাওয়া দলের জন্য থাকবে আরো একটি সুযোগ।

আগামীকাল রাতে এলিমেনেটর ম্যাচে আরসিবি ও কোলকাতার মাঝে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচ খেলবে প্রথম কোয়ালিফাইতে হেরে যাওয়া দল। সেক্ষেত্রে একটা দ্বিতীয় সুযোগ থাকল দিল্লি/চেন্নাইয়ের হাতে। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চলমান আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।

দুর্দান্ত ফর্মে রয়েছেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়। সেরা রান সংগ্রাহক হিসেবে কমলা টুপির দৌড়ে তিনি এখন চার নম্বরে। চেন্নাইয়ে অভিজ্ঞ ব্যাটিংয়ে ডু প্লেসি, ইংলিশ অলরাউন্ডার মঈন আলি, রাইডু, রায়নারা তো আছেনই। চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা অনেক বেশি। অবশ্য দিল্লির ধারাল বোলিং লাইনআপও তাদের বেশ ভোগাবে।

দিল্লির ব্যাটিংয়ে ধাওয়ান, পান্থ, শ্রেয়াসরা থাকলেও চাহার, শার্দুল, হ্যাজলউড, ব্র্যাভো আক্রমণে কিছুটা হলেও এগিয়ে থাকবে। তারুণ্যে ভরপুর দিল্লি অবশ্য জয় তুলে নিলেও অবাক হবার কিছু নেই। টানা তিন হারে এমনিতেই একটু ব্যাকফুটে রয়েছে ধোনির চেন্নাই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর