কর্ণাটকে লোকসভা ভোটের আগে পদ্মশিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন সাবেক মন্ত্রী মালিকায়া গুট্টেদার।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার।
লোকসভা নির্বাচনে কর্ণাটকে ২৮টি আসন আছে। দ্বিতীয় দফায় আগামী ২৬ এপ্রিল ১৪টি আসনে ভোটগ্রহণ শুরু হবে। আর ৭ মে তৃতীয় দফায় বাকি ১৪টি আসনে ভোট হবে।
উল্লেখ্য, এর আগে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের জেলা কলবুর্গির আফজলপুর বিধানসভা থেকে ছয়বার ভোটে জিতেছেন মালিকায়া গুট্টেদার। গত বিধানসভা নির্বাচনে হেরে যান তিনি।