চার পাঁচ দিনের বৃষ্টিপাতের ফলে অসমের নয়টি জেলায় চতুর্থবার বন্যা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201003-WA0028

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন ,আসাম: গত চার পাঁচ দিনের বৃষ্টিপাতের ফলে অসমে চতুর্থ বার বন্যার কবলে নয়টি জেলা । চলতি বছরে এ নিয়ে চতুর্থ বার বন্যা অসমে । রাজ্যে এখন পর্যন্ত ৩ লক্ষের বেশী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত চার পাঁচ দিনের বৃষ্টিপাতের ফলে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদের জল বাড়ছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবছরের চতুর্থ বার বন্যার কবলে প্রায় ১৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার কবলে পড়ে – ধেমাজি, মরিগাঁ, নগাঁও, মাজুলি, তিনসুকীয়া, ডিব্রুগর, শিবসাগর, লখিমপুর জেলা । চলতি বন্যায় একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এবছর বন্যায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। ২১৯ টি গ্রাম বন্যার কবলে পড়েছে। নদী ক্ষেত, চাষের জমি সর্বত্র জলে থই থই ।একদিকে করোনার দাপট তার উপর বন্যা, দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। গুয়াহাটি মহানগরীর সেন্ট্রাল ওয়াটার কমিশনের রিপোর্টে জানানো হয়েছে, অতিবৃষ্টি এবং কিছু কিছু জায়গায় সুইস গেট খুলে দেওয়ার দরুন ২৫ সেপ্টেম্বর থেকে ব্রহ্মপুত্র নদের জলস্তর খুবই বাড়ছে। জলস্তর আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর