৮ দফা দাবীতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন প্রদান ফ্র্যাটারনিটি মুভমেন্ট-এর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

DEPUTATION BY A GROUP OF STUDENTS

এনবিটিভি ডেস্ক, কলকাতা:দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম এবং বিভিন্ন দপ্তরের যে পঠন-পাঠন ইত্যাদি বিষয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে এই সমস্ত অবস্থার নিরিখে আমরা একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের আকাঙ্ক্ষায় ফ্র্যাটারনিটি মুভমেন্ট,পশ্চিমবঙ্গ রাজ্য শাখার পক্ষ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দেওয়া হলো।

 

ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা,রাজ্য সভাপতি মোঃআরমান আলি,প্রাক্তন রাজ্য সভাপতি আরাফাত আলী,রাজ্য কমিটির সদস্যদ্বয় আবু তাহের আনসারী ও জুলফিকার আলি মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব।

 

 

 

 

ডেপুটেশন পত্র-

এদিন ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর পক্ষ থেকে নিম্নলিখিত দাবি সমূহ পেশ করা হয়।-

১. প্রশাসনিক ব্যবস্থাপনাকে দূর্নীতি মুক্ত করতে হবে ।

২. আলিয়া বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করতে হবে ও এর উত্তর উত্তর শ্রীবৃদ্ধি করতে হবে।

৩. আলিয়া বিশ্ববিদ্যালয়কে আমরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই।

৪. মেডিক্যাল বিভাগকে আরো উন্নত করতে হবে।

৫. ইন্জিনিয়ারিং ও বিজ্ঞান বিভাগকে আরো উন্নত করতে হবে।

৬. আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধিনে জেলায় জেলায় কলেজ স্থাপন করতে হবে।

৭. ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত হোস্টেলের ব্যবস্থা করতে হবে।

৮. বিষয় হিসাবে ইসলামিক ইতিহাসের পঠন-পাঠন চালু সহ অন্যান্য বিষয়কে সুসজ্জিত করতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর