এনভিটিভি, ওয়েব ডেস্ক:পবিত্র ঈদুল আজহার নামাজের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে পড়েছেন জার্মানির কয়েকজন তরুণ। মুগ্ধতা থেকে এক পর্যায়ে তারা ইসলাম গ্রহণ করেন। গত বুধবার দেশটির লিপজিগ শহরের মসজিদে এসে তারা ইসলাম গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তা দেখা যায়।উপস্থিত মুসল্লিদের একজন টিকটকে ভিডিওটি শেয়ার করেন। তাতে দেখা যায়, তরুণদের একটি দল কালেমা শাহাদাহ পাঠ করছেন। তাদের মধ্যে কয়েকজন তরুণ ও তরুণী ছিলেন। এ সময় তাদের মধ্যে ও বৃদ্ধ ইমামের মধ্যে কিছু কথা হয়।ইমাম তাদের জিজ্ঞেস করেন, ‘তোমাদের কেউ কি ইসলাম গ্রহণে বাধ্য করেছে?’ তখন তারা ‘না’ সূচক উত্তর দেন। তারা কি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন? এমন জিজ্ঞাসার জবাবে তারা ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন। এরপর ইমাম বলেন, ‘ইসলামে পেছনে ফেরার সুযোগ নেই। এই ধর্ম গ্রহণ করলে আপনি আর কখনো অন্য কোথাও ফিরতে পারবেন না।তরুণ কালেমা পাঠের পর উপস্থিত মুসল্লিরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকবির ধ্বনি দেন।
