এনবিটিভি, ওয়েব ডেস্ক: জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা মামলায় বৃহস্পতিবার এলাহাবাদ হাই কোর্ট মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিলো। অর্থাৎ এএসআইএর বৈজ্ঞানিক সমীক্ষার উপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল এলাহাবাদ হাই কোর্ট। সুবিচারের স্বার্থে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার প্রয়োজন বলে মনে করছে এলাহাবাদ হাই কোর্ট।
এই বিষয়ে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, “আমি স্বাগত জানাচ্ছি এই রায়কে। আমি নিশ্চিত যে সত্যিটা বেরিয়ে আসবে এএসআইয়ের সমীক্ষায়, জ্ঞানবাপী সমস্যার সমাধান হবে।”
অন্যদিকে, মুসলিম পক্ষ অঞ্জুমন ইন্তেজামিয়া মসজিদ কমিটির তরফে মৌলানা খালিদ রাশিদ ফারাঙ্গি মাহালি বলেছেন, “আমরা আশাবাদী ন্য়ায় বিচার পাওয়ার বিষয়ে। এই মসজিদ ৬০০ বছরের পুরনো, আর এখানে ৬০০ বছর ধরে মুসলিমরা নমাজ পাঠ করেন। আমরা চাই দেশের সমস্ত ধর্মীয় স্থানে ধর্মীয় প্রার্থনা সংক্রান্ত বিধি লাগু হোক। মুসলিম পক্ষ এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাববে।”