এনবিটিভি ডেস্ক: নির্বাচনের ফল বলছে তিনি গোহারা হেরেছেন। তারপরেও হোয়াইট হাউসের দখল ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ভাবি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ তুলেছেন তিনি। জনতার রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
তবে বিদায়ী প্রেসিডেন্টকে জনতার রায় মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর স্ত্রী মেলানিয়া। ট্রাম্পকে তিনি বলেছেন, সময় এসেছে। এ বার হার মেনে নাও।
আমেরিকার একটি সংবাদ মাধ্যমের দাবি, ট্রাম্পের জামাই তথা সিনিয়র পরামর্শদাতা জ্যারেড কুশনারও শ্বশুরকে একই পরামর্শ দিয়েছেন। বিদায়ী প্রেসিডেন্টকে তিনি বলেছেন, ভোটের ফল মেনে নিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ করুন। সংবাদমাধ্যম সূত্রের খবর, স্ত্রী এবং জামাই ভোটের ফল মেনে নিতে অনুরোধ করলেও, নিজের অবস্থানে অনড় প্রেসিডেন্ট। ট্যুইটারে তিনি লিখেছেন, আমরা মনে করি, এরা চোর, যন্ত্রগুলিতে কারচুপি করা হয়েছে।