ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ১৩ শিক্ষার্থীর ডিগ্রি স্থগিত করল হার্ভার্ড

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ১৩ শিক্ষার্থীর ডিগ্রি স্থগিত করেছে হার্ভাড বিশ্ববিদ্যালয়।  ২০২৪ সালের স্নাতকদের ডিগ্রি দেওয়ার দুই সপ্তাহ পার হয়ে গেলেও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অভিযোগে তাদের ডিগ্রী আটকে দেওয়া হয়েছে।

গত ১৭ এপ্রিল গাজায় ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু হয় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। বিক্ষোভটি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ে। ওই সময় হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে শিবির স্থাপন করে প্রতিবাদে জানায়। সে সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ধরপাকড়ও চালানো হয়েছিল।

পরে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা হার্ভার্ড করপোরেশন ফিলিস্তিনপন্থি বিক্ষোভে জড়িত থাকার কারণে  ১৩ শিক্ষার্থীর ডিগ্রি আটকে দেয়। এই বছরের ২৩ মে স্নাতক অনুষ্ঠান হলেও তাদের ডিগ্রী দেওয়া হচ্ছে না।

Latest articles

Related articles