মোদিকে ৬৫ মণ আম উপহার দিলেন হাসিনা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210704_145414

নিউজ ডেস্ক : আম কূটনীতি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক হাতোয়ারগুলোর মধ্যে অন্যতম। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে মোদিকে ৬৫ মণ আম পাঠানো হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে রবিবার দুপুরে বাংলাদেশি ট্রাকে করে উপহারের এ আম পাঠানো হয়।

 

ভারত-বাংলাদেশ নোম্যানস ল্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে ২৬০টি কার্টনে করে আমের এই চালান পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, হস্তান্তর অনুষ্ঠানে ভারতে নিযুক্ত কলকাতাস্থ প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, বন্দরের উপপরিচালক আবদুল জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এর আগে এমন আম কূটনীতির অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানের কাছে আম উপহার হিসেবে পাঠায় পাকিস্তান। এখন পাঠাচ্ছে বাংলাদেশ। ভারতের তরফ থেকেও এমন আম প্রেরণ করা হয় বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানের কাছে।

সূত্র : ইত্তেফাক

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর