শুধুমাত্র কারো মোবাইলে ওসামা বিন লাদেন বা আইএসআইএসের পতাকার ছবি খুঁজে পাওয়া কোনও ব্যক্তিকে সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসাবে চিহ্নিত করার জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট।
২০২১ সালে ইউপিএ আইনে গ্রেফতার আম্মার আবদুল রহিমানকে জামিন দেওয়ার সময় এ মন্তব্য করেন আদালত।
আদালত বলেন, মোবাইল ডিভাইসে সন্ত্রাসী ওসামা বিন লাদেনের ছবি, জিহাদ প্রচার, আইএসআইএসের পতাকার ছবি পাওয়া গেছে এবং তিনি কট্টরপন্থী/মুসলিম প্রচারকদের বক্তৃতা শুনেন এতে তার অপরাধের প্রমাণ পাওয়া যায় না।
বিচারপতি সুরেশ কুমার কাইট এবং বিচারপতি মনোজ জৈনের একটি ডিভিশন বেঞ্চ আদেশে বলেন, যে কোন তথ্য ডাউনলোড করলে বা পাঠ করলেই সে আইএসআইএসের সাথে যুক্ত ছিলেন এটা প্রমাণ হয় না। কৌতূহল থেকেও কেউ পড়তে পারে। ডাউনলোড করতে পারে।