মুসলমানদের সংরক্ষণের সুবিধা বাড়ানোর পক্ষে : লালু প্রসাদ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

লালু প্রসাদ

মুসলমানদের সংরক্ষণের সুবিধা বাড়ানোর পক্ষে নিজের অবস্থান জানালেন আরজেডি সভাপতি লালু প্রসাদ।

তার অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি সংবিধান বাতিল করে বিভিন্ন জাতির জন্যে সংরক্ষণগুলিও বাতিল করে দেওয়ার চেষ্টা করছে।

মঙ্গলবার  বিধান পরিষদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, “বিজেপি সংবিধানে প্রণীত সংরক্ষণের বিধানের বিরুদ্ধে। সংরক্ষণ ও সংবিধান দুটোই উচ্ছেদ করতে চায় তারা।

এদিন স্ত্রী রাবড়ি দেবী এমএলসি হিসাবে শপথ গ্রহণের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। শপথ নেওয়া অন্যদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এদিকে বিজেপির অভিযোগ, কংগ্রেস ক্ষমতায় আসলে ওবিসিদের সংরক্ষণ চুরি করে মুসলিমদের মধ্যে ফিরিয়ে দিবে।

এ ব্যাপারে লালু প্রসাদ বলেন, ” মুসলমানদের কি সংরক্ষণের সুবিধা পাওয়া উচিত নয়?  বিজেপি নির্বাচনী সমাবেশে “জঙ্গলরাজ” এর বগি তুলে ভয় দেখাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “অবকি বার ৪০০ পার” স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, “ও খুদ হি পার হো গে হ্যায়।ভোটের ফলাফল আমাদের পক্ষেই হবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর